চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লালখান বাজারে ইয়াবাসহ ‘মানবাধিকার’ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার এলাকা থেকে ৩ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ কথিত এক মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাতে ইস্পাহানি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত কথিত মানবাধিকার কর্মীর নাম মো. সোহেল আহমেদ (২৮)। তিনি গাজীপুরের ছান্না গ্রামের সরকার বাড়ির মো. সুরুজ সরকারের ছেলে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইস্পাহানি মোড়স্থ স্বপ্ননীড় আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩য় তলায় ২০৫ নম্বর রুমে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহেল আহমেদ প্রকাশ রুবেল সরকারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।’
র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন। এছাড়া ওই মাদক বিক্রেতা নিজেকে কখনও মানবাধিকার কর্মী আবার কখনও সাংবাদিক পরিচয় দিতো বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট