চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় আনাস হত্যাকা-

সোহেলকে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

নিরাপরাধ প্রমাণ পেলে বাদ দেয়া হবে : এএসপি

নিজস্ব সংবাদদাতা

২৯ মে, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় আনাস ইব্রাহিম হত্যাকা-ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে একটি বিশেষ মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ওই ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গতকাল বিকেল তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত মানুষ। পরে চকরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সোহেল রানার মা রোকেয়া বেগম তাঁর ছেলেকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেন।
ছাত্রলীগ নেতা সোহেল রানা মা রোকেয়া বেগম লিখিত বক্তব্যে দাবি করেন, ‘আমার বড় ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে রাজনীতি করার সুবাধে রাজনৈতিকভাবে কিছু নেতার বিরোধের জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে। সোহেল এ হত্যাকা-ের সাথে কোনভাবেই জড়িত নয়। কিছু কুচক্রীমহলের ইন্দনে নিহত আনাসের পরিবার আমার ছেলেকে মামলায় জড়িয়েছে।
তিনি আরো বলেন, ‘আমিও আনাস হত্যার সুষ্ঠু বিচার চাই। তবে নিরাপরাধী কেউ যেন হয়রানির শিকার না হয়। ঘটনার সময় আমার ছেলে সোহেল রানা ঘটনাস্থলে ছিলনা। প্রশাসনের কাছে অনুরোধ, এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে সরাসরি যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।’
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম মানববন্ধনের দাবির বিষয়ে জানতে চাইলে বলেন, নিহত আনাসের বাবা বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক এজাহারে যাদের নাম অভিযুক্ত হিসেবে দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ পুলিশি তদন্তে নিরাপরাধ প্রমাণ পেলে চূড়ান্ত প্রতিবেদনে বাদে দেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট