চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবির ডিন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার

চবি সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’র বিদ্রোহী প্রার্থীরা চারটি অনুষদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর ফলে আবারো ভরাডুবি হল বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের `সাদা দল’ ও ‘জাতীয়তাবাদি শিক্ষক ফোরাম’র। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত রজিস্ট্রার ও নির্বাচনর প্রধান রিটার্নিং কর্মকতাকে এম নুর আহমদ।

তিনি বলেন, ডিন নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দলের প্রার্থীরা তিনটি ও বাকি চারটিতে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছে। এর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ তিনি জানান, নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দলের প্রার্থী বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের ড. মো. নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদে হদুল দলের বিদ্রোহী প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, আইন অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক এবি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী ফার্মাসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও মেরিন সায়ন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে হলুদ দলের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এত কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকর লাল সাহা নির্বাচিত হয়েছিলন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট