চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টাকার অভাবে কী নিভে যাবে ইমনের জীবনপ্রদীপ!

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৯ পূর্বাহ্ণ

বিছানায় শুয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে সারাক্ষণ তাকিয়ে থাকে অসীম শূন্যতার দিকে। যারাই দেখতে যাচ্ছেন তাদের দিকে ছুড়ে দিচ্ছেন একটিই প্রশ্ন, আমি কি আর বাঁচবো না? সারাক্ষণ চঞ্চলতায় মুখর থাকা ছেলেটির মায়াবী চেহারার নিষ্পাপ চাহনিতেই যেন ফুটে আছে পরিবারের অসহায়ত্বের চিহ্ন। এক ভাই এক বোনের পরিবারে ইমন বড়। সে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তাকে নিয়েই কৃষক বাবা আর গৃহিণী মায়ের কত রঙিন স্বপ্ন! বাবা-মার আদরের সন্তানটির এখন দুটি কিডনিই বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসায় বিশ লক্ষ টাকার প্রয়োজন। বাবা মো. ইউনুচ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মগদাই মধ্যম পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, সেখানে ছেলের চিকিৎসার ব্যয়বহন করতে গিয়ে চোখেমুখে রীতিমতো অন্ধকার দেখছেন তার পরিবার। দরিদ্র পরিবারের পক্ষে ইমনের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবার। সবার সহানুভূতি আর সহযোগিতায় স্কুল শিক্ষার্থী ইমন ফিরে পেতে পারে নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নং-১৯৮৫৫, বাংলাদেশ কৃষি ব্যাংক, পথের হাট শাখা, রাউজান। বিকাশ নম্বর ০১৮৫১০৫৩০২৭, সরাসরি যোগাযোগ, মো. লিয়াকত আলী-০১৮৫৮২২৪৯৮৯, সাংবাদিক নেজাম উদ্দিন রানা-০১৮২৮৪৪৪১৬০, মো. মহিন উদ্দিন-০১৮১৪৩৮৫৮৯৯।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট