চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জেলা-উপজেলা-গ্রাম

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার বাগানে প্রসবকালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও শাবক মারা গেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৩ টার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।   স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় একদল বন্যহাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় হাতিটির প্রসবকালে একটি শাবকসহ হাতিটি মারা গেছে।   […]

১১ মার্চ, ২০২৫ ০৪:০৮:৪৭,