চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

‘বুদ্ধ পূর্ণিমা সফল করতে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ’

নিজস্ব সংবাদদাতা

১৬ মে, ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ণ

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আসন্ন ১৭ মে বুদ্ধ পূর্ণিমা উদযাপনে পটিয়া থানা পুলিশের পক্ষে থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। তবে বৌদ্ধ বিহারের আশপাশে অথবা বৌদ্ধ গ্রামগুলোতে অপরিচিত কাউকে দেখলে আপনারা দ্রুত পুলিশকে খবর দেবেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে। এছাড়া বৌদ্ধ বিহারগুলোর নিরাপত্তায় আনসার সদস্যের পাশাপাশি পুলিশ নিয়োজিত থাকবে। তিনি গতকাল বুধবার পটিয়া থানা আয়োজিত বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতি’র বক্তব্যে এ কথা বলেন।
খলিুলর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক অভিজিৎ বড়–য়া মানু’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজ্ঞাসার মহাথেরো, সংঘবোধি মহাথেরো, সংরক্ষণ সেন মহাথেরো, কালারপুল পুলিশ ফাঁড়ি আইসি শফিকুল ইসলাম, পটিয়া থানার সেকেন্ড অফিসার নাদিম মাহমুদ, এস আই মো. খালেদ, রোকন উদ্দিন, শিক্ষক সন্তোষ কুমার বড়–য়া, পীযুষ কান্তি বড়–য়া, নিত্যময় চৌধুরী বড়–য়া, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটনসহ পটিয়া উপজেলার ২২ গ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ ও কমিটি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট