চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২১ | ১১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৭ মে) স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের চার ম্যাজিস্ট্রেট । এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে বিতরণ করা হয় ২০০টি মাস্ক

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক

তিনি জানান, নগরীর খুলশী বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা মামলায় ১৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নগরীর বন্দর সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ৪টি মামলায় ১৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নগরীর চকবাজার বাকলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজোয়ানা আফরিন ১টি মামলায় ২০০ টাকা, চান্দগাঁও পাঁচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ৮টি মামলায় ১১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।  

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট