চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা: আইইডিসিআরের ৬ জন আক্রান্ত, হোম কোয়ারেন্টাইনে সেব্রিনা ফ্লোরা

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২০ | ৫:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের সবাই কভিড-১৯ টেস্ট কাজে জড়িত ছিলেন। আক্রান্তদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রে জানিয়েছে।

ছয়জনের করোনা পজেটিভ আসার পর প্রায় আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও কভিড-১৯ টেস্ট করা হয়েছে। তার রিপোর্ট ‘নেগেটিভ’। করোনায় আক্রান্ত না হলেও তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন। জানা গেছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ। তাদের সংস্পর্শে আছে অন্যদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশে পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। আর আক্রান্তের সংখ্যা ১,৫৭২ জন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট