চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হুলাইন ছালেহ নূর কলেজে রবীন্দ্র-নজরুলের জীবন কর্ম বিষয়ক সভা

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন-কর্ম বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ছন্দা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাট্যজন, কলেজের প্রাক্তন বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক সনজীব বড়–য়া। এতে সভাপতি অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী রবীন্দ্র-নজরুলের লেখনি থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের পরিশীলিত জীবন গঠন করার আহবান জানান। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, রবীন্দ্র-নজরুল বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক এম.এন আনোয়ারী, সত্যানন্দ বড়–য়া, হেলাল উদ্দিন চৌধুরী, তৈয়বুর রহমান, আযম খান, আবদুল হান্নান সিকদার, এপি সাহা, মাঈনুল হাসান, শিক্ষার্থী মো. জয়নাল আবেদীন, নুসরাত শরীফ, আসিফা সুলতানা, তারিন আকতার, মেহেরুন নেছা প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট