চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেড ক্রিসেন্টের সভায় ডা. শেখ শফিউল আজম

প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা দুর্যোগ প্রশমনে ভূমিকা রাখবে

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভাযাত্রাটি চেরাগীর মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লাস্থ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মাঠে এসে শেষ হয়। সভায় সিটি ইউনিট সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজম। সম্মানিত অতিথি ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খাঁন, সিটি ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সফদার, যুবপ্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদনের কর্মকর্তা আশরাফ ঊদ-দৌলা, জহিরুল কাইয়ুম চৌধুরী ও মোহাম্মদ সাজ্জাদ । প্রধান অতিথি ডা. শেখ শফিউল আজম তার বক্তব্যে দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোকপাত করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট