চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঘাইছড়িতে উপজাতীয় সশস্ত্র দু’গ্রপের ‘বন্দুকযুদ্ধে’ পিসিপির নেতা নিহত

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২০ | ৩:০৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজাতীয় দু’টি সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে রিপন চাকমা (৩০) নামে একজন নিহত হয়েছে বলে জানা যায়।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় পৌরসভার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সংস্কারপন্থী জেএসএস (এমএন) লারমা গ্রুপের সক্রিয় সদস্য এবং পিসিপি’র বাঘাইছড়িস্থ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল বলে জানা গেছে। 

স্থানীয়রা এবং বাঘাইছড়ি থানা সুত্রে জানা যায়, বেলা দুইটার সময় বাঘাইছড়ি বাবুপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা বাবুপাড়া এলাকার চারদিকে ঘিরে ফেলে। এসময় সংস্কারপন্থী জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয় পক্ষই সশস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বিজিবি ও থানা পুলিশের যৌথটিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট