চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্ত্রসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব । সে নিজেকে সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতো। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার সময় তাকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর চৌধুরী রোড এলাকার ওমর ফারুকের ছেলে ।

র‌্যাবের সহকারী পরিচালক, হাটহাজারী ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান, মাসুদের রিরুদ্ধে কখনো গোয়েন্দা পুলিশ, কখনো বন্দরের নিরাপত্তা কর্মকর্তা, কখনো সাংবাদিক পরিচয়সহ নানাবিধ মিথ্যা পরিচয় ব্যবহার করে জনসাধারণের নিকট হতে বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ আছে। সে ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম নিজ দখল ও হেফাজতে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নকল পিস্তল, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল ও  পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট