চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি

৭ জুন, ২০২০ | ১:২০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। এসব ইয়াবা কারবারী আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে ক্যাম্পের অভ্যন্তরে। সেখানে রাতের আঁধারে বসছে ইয়াবার হাট।

টেকনাফের উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪০ লাখ টাকা।

শনিবার (৬ জুন) রাতে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা হলেন- উখিয়ার কুতুপালং ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা মো. হাসানের ছেলে মো. এমদাদ (২০), একই ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আবদুল হক (৩১), উখিয়া কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা মৃত ফয়সাল আহমদের ছেলে আয়াতউল্লাহ (২০)।

আটককৃতদের আজ রবিবার (৭ জুন) সকালে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব- ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, শনিবার (৬ জুন) দুপুরে উখিয়ার ময়নার ঘোনা মরা গাছ তলায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার।

 

পূর্বকোণ/ কায়সার হামিদ-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট