চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনামুক্ত হলেন বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২০ | ১:৩৩ অপরাহ্ণ

বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ করোনামুক্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে বিআইটিআইডি ল্যাবের রিপোর্টে রিপোর্টে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অধ্যাপক ডা. শাকিল আহমেদ পূর্বকোণকে বলেন, আমি মোটামুটি সুস্থ আছি। আক্রান্ত হওয়ার পর গতকাল করোনা টেস্ট করা হয়। এতে ফলাফল নেগেটিভ আসে। আরও কয়েকদিন পর দ্বিতীয়বার করোনা টেস্ট করাবো।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হন ডা. শাকিল আহমেদ। এরপর ১৪ দিনের জন্য বাসায় আইসোলেশনে চলে যান তিনি। পরে তার অবর্তমানে ল্যাবের দায়িত্ব পালন করেন রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট