চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ির নানুপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি মারা গেছেন

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ মে, ২০২০ | ১২:৪৩ অপরাহ্ণ

ফটিকছড়ির ১৪নং নানুপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবু গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

সৈয়দ ওসমান গনি বাবু দীর্ঘদিন যাবত হার্ট, লিভার সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি গত ২০০৩ সাল থেকে এ পর্যন্ত নানুপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। ২০০৩ সালে তিনি কারাবন্দী থাকা অবস্থায় সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অতপর তিনি দ্বিতীয় মেয়াদেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধি উক্ত ইউপির চেয়ারম্যান ছিলেন। আওয়ামী রাজনীতির কারণে তিনি একাধিকবার কারা ভোগ করেন।

তার মৃত্যুতে ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী,মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমেমর রুহের মাগফেরাৎ কামনা করেছেন।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় নানুপুর গাউছিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট