চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাঁশবোঝাই ভটভটি

নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ভটভটি দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি মিরসরাইয়ে ধুমঘাট ব্রিজ এলাকার আজমনগর সড়ক ক্রস করছিলো। এ সময় বাঁশবোঝাই একটি ভটভটি রেললাইনে উঠে যায়। এতে মহানগর প্রভাতীর ধাক্কায় ওই ভটভটিটি দুমড়েমুচড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে লাইন সংস্কার করা হয়। এতে ৩০ মিনিট দেরিতে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ট্রেনটি।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ভটভটিটি রেললাইনে উঠে গেলে মহানগর প্রভাতীর ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি। পরে লাইন সংস্কার করে ৩০ মিনিট পর ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।

ওই ট্রেনের যাত্রী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার ইফতেখারুল ইসলাম বলেন, চট্টগ্রামে দুপুর ২টায় মহানগর প্রভাতী ট্রেনটি পৌঁছার কথা থাকলেও সেটি দুর্ঘটনার কারণে বিকেল সাড়ে চারটায় স্টেশনে পৌঁছায়। এতে প্রায় আড়াইঘণ্টা দেরিতে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট