চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

স্বপ্ন মানুষকে তার গন্তব্যে পৌঁছতে সাহায্য করে

পূর্বকোণ প্রতিনিধি হ রাঙামাটি অফিস

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। স্বপ্ন মানুষকে তার গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। স্বপ্ন ছাড়া মানুষ বড় কিছু করতে পারে না। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে যেভাবে আর্থিক সহযোগিতা করছে, তাতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। তিনি গতকাল বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে

প্রধান অতথির বক্তব্যে এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের্র প্রধান কার্যালয়ের মাইনী মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন বোর্ড সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী। অনুভূতি ব্যক্ত করেন শিক্ষাবৃত্তি প্রাপ্ত নির্দশন চাকমা ও সুমা দে। উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব) রাঙামাটি পৌরসভা মেয়র, শিক্ষাবিদ মিজ্ নিরূপা দেওয়ান, গিরিদর্পণ সম্পাদক এ. কে. এম মকছুদ আহমদ, নির্বাহী প্রকৌশলী মুজিবুল হক, মো. শফিকুল ইসলাম, মো. জানে আলম প্রমুখ। ২০১৮-১৯ অর্থ বছরের তিন পার্বত্য জেলা মোট ২ হাজার ২০০ জনকে শিক্ষাবৃত্তি বিতরণের জন্য নির্বাচিত করা হয়। তম্মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে কলেজ পর্যায়ের ৩১৪ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪১৫ জনসহ মোট ৭২৯ জনকে শিক্ষাবৃত্তির অর্থসহ একটি করে শিক্ষাবৃত্তি বই প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট