চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

মাদারবাড়ি বৈশাখী খেলাঘর আসরের সম্মেলন

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য চাই সুন্দর পরিবেশ। শিশুরা বেড়ে উঠবে তার আপন মহিমায়। তাই তাদের সুন্দর ভাবে বেড়ে উঠার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে।

পূর্ব মাদারবাড়ি বৈশাখী খেলাঘর আসরের ৭ম সম্মেলন-২০২০ উদ্বোধন করতে এসে একথা বলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি ড. গাজী সালেহ উদ্দিন। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রথম পর্বে সকালে ছিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠিত হয়, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইকবাল হোসেনের সভাপতিত্বে ও শাহরিয়ার হাসানের সঞ্চালনায় পূর্ব মাদারবাড়ি বালিকা স্কুল প্রাঙ্গণে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সদরঘাট থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর চৌধুরী সিএনসি স্পেশাল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ, দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক শুকলাল দাশ, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ নূর মোহাম্মদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রোজি সেন। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসাইন, সমাজসেবক আব্দুল আলী লোহানী, আজিজুর রহমান, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সম্মেলনর প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট