চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মহেশখালীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ

মহেশখালী সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৫ | ৪:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে মোহাম্মদ আবু (৪৮) নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ আবু উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের মৃত আলী হোসাইনের ছেলে।

 

নিহতের বড় ছেলে মোহাম্মদ সুমন জানান, আমার পিতা নিরীহ মানুষ মাছ ব্যবসায়ী। রাতে কোস্ট গার্ডের অভিযান চলাকালে পিছন থেকে সোর্স নামধারী হোসেন বহাদ্দারের ভাড়া করা সন্ত্রাসীরা আমার পিতাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

 

জানা গেছে, স্থানীয় প্রতিপক্ষ হোসেন বহাদ্দারের সাথে লবণের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নিহত আবু গংদের সাথে। এ বিরোধের জেরে কোস্ট গার্ডকে ভুল তথ্য দিয়ে অভিযানের সুযোগকে কাজে লাগিয়ে এ খুনের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

 

গত ২০ মার্চ চারজনের মধ্যে দুই জন ব্যক্তির অত্যাধুনিক অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে কয়েকজনকে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহড়ায় ছিলেন ২০ থেকে ২৫ জন। অস্ত্রের মহড়ার পর থেকে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝাপুয়া বাজার এলাকায় ওই দিন বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। চারজন অস্ত্রধারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন। তবে অভিযুক্তদের নাম-পরিচয় নিয়ে মুখ খুলনি কেউ। ওই দিন শফি আলম নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মামলায় নিরহ লোকজনদের আসামি করা হয়।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালারমারছড়ায় একটি খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট