চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল মায়ের, আহত শিশুকন্যা

বাঁশখালী সংবাদদাতা

৮ জুন, ২০২৪ | ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় ঋণের টাকা পরিশোধ করতে যাওয়ার পথে বজ্রপাতে পারভিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১০টায় আলীচাঁন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গন্ডামারা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ওসমান গনি।

নিহত পারভিন আক্তার ৮ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারভিন আক্তার সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোদের জন্য সকালে ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পর বজ্রপাতে তার মৃত্যু। এ সময় মায়ের কোলে থাকা শিশুকন্যাও আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট