চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদা থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২১ মার্চ, ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ঘেরাজালসহ প্রায় তিন হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের উত্তর মাদার্শা ও রাউজান সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

 

তিনি জানান, হালদা নদীতে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার খবর পেয়ে ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি ঘেরা জালসহ তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।

 

প্রসঙ্গত, মার্চ, এপ্রিল ও মে মাসে হালদা নদীতে মা মাছ ডিম দিয়ে থাকে। সে সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু লোক নদী থেকে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করে যাচ্ছে। হালদা নদীতে ডিম দেওয়ার ভরা মৌসুম চললেও অবৈধভাবে মাছ শিকার বন্ধে জেলা মৎস্য অফিস ও হাটহাজারী উপজেলা মৎস্য অফিসের নদীতে কোন অভিযান চোখে পড়েনি।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট