চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সর্বশেষ:

কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ

অনলাইন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৪ | ৮:৩৯ অপরাহ্ণ

কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। রবিবার (২৮ এপ্রিল) স্কুল খোলার দিন এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেন তিনি।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালে প্রতি ঘণ্টায় একটি বিশেষ ঘণ্টাধ্বনি নিশ্চিত করতে হবে, যা ‘পানির ঘন্টাধ্বনি’ নামে অভিহিত হবে। এ সময় সব শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে। ২৮ এপ্রিল থেকে দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালে ‘পানির ঘণ্টাধ্বনি’ ব্যবহার নিশ্চিত করা হবে। এ সময় জেলা প্রশাসক প্রতি ঘণ্টায় সব শিক্ষার্থীর পর্যাপ্ত পানি পানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

 

কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জারিফ বলেন, ‘তীব্র গরমে শ্রেণিকক্ষে বসা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু স্যারেরা প্রতি ঘণ্টা পরপর আমাদের পানি খাওয়ার সুযোগ দিয়েছেন। এতে আমাদের কিছুটা স্বস্তি লাগছে।’

 

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘তীব্র দাবদাহে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা যাতে খারাপ না হয় সেজন্য এ ব্যবস্থা। এতে শিক্ষার্থীরা সুস্থ থাকবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এটি অব্যাহত থাকবে যতদিন দাবদাহ থাকবে।’

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট