চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায়

কাপ্তাই সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ

আল্লাহ মেঘ দে, ছায়া দে, বৃষ্টি দে আল্লাহ। প্রচণ্ড তাপদাহে দেশ তথা পার্বত্যঞ্চলের সর্বস্তরের মানুষ কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর কাছে রহমত কামনায় রবিবার (২৮ এপ্রিল) রাঙামাটির কাপ্তাই নতুনবাজারে সকাল ১০টায় ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।

 

সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় শেষে দু’হাত তুলে আল্লাহর নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করেন নামাজে আসা মুসল্লিরা। এ সময় সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। সকলে কায়মানো বাক্যে আল্লাহর কাছে গুণাহ মাফ চেয়ে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন।

 

কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ী ও বাইতুল ইল্লাহ শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম কালাম জানান, বৃষ্টি ও শান্তি কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। এতে সকল শ্রেণি-পেশার লোকজন নামাজে অংশগ্রহণ করেন।

 

নামাজে ইমামতি করেন বাইতুল ইল্লাহ শাহী জামে মসজিদের খতীব শেখ আব্দুল্লাহ্ আল মামুন নূরী। তিনি বলেন, আমরা দু’হাত তুলে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা করি। দেশের মঙ্গল কামনা করেছি। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি আমাদের দোয়া কবুল করবেন।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট