চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ঘূর্ণিঝড় ‘মিধিলির’ আঘাত মিরসরাইয়ে

পাকা আধাপাকা আমনের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা,মিরসরাই

১৯ নভেম্বর, ২০২৩ | ৫:১৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে মিরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা, বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বেশির ভাগ এলাকায়। আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে উপজেলার অর্ধেকের বেশি এলাকা। বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ।

 

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ১৫০০ হেক্টর জমির পাকা ও আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৪ হেক্টর জমির শীতকালীন সবজি নষ্ট হয়ে গেছে। মিরসরাই উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় জানায়, ঝড়ো বাতাসের কারণে উপজেলার বিভিন্নস্থানে ঘরের টিন উড়ে গেছে। গাছ ভেঙ্গে চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গাছগুলো নিজ দায়িত্বে সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার চেয়ারম্যান ও মেয়রদের এ বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।

 

এদিকে খবর নিয়ে জানা গেছে, উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন, ইছাখালী, দুর্গাপুর, মায়ানী, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, সাহেরখালী, ইছাখালীসহ প্রায় ইউনিয়নে কৃষকদের আমন ধান জমিতে নুইয়ে পড়েছে। জমির ওপর উপড়ে পড়েছে গাছপালা। অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলি জমিতে। মিরসরাই সদর ইউনিয়নের কৃষক মো. মোস্তফা বলেন, আমার প্রায় ১০ শতকের বেশি জমির ধান বাতাসের কারণে নুইয়ে পড়েছে।

 

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আমার এরিয়ার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারলেও এখনো উপজেলার অর্ধেক এলাকা বিদ্যুৎ সরবরাহ নেই। মাঠে কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ১২টি খুঁটি ভেঙ্গে গেছে। তারমধ্যে দুটি ঠিক হয়েছে। ৬টি ট্রান্সফরমান নষ্ট রয়েছে এখনো। কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিত স্বাভাবিক হতে পারে বলা মুশকিল।’

 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘উপজেলায় কয়েকটি ঘরের টিন উড়ে গেছে। প্রচুর গাছপালা, বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের তালিকা পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। তালিকা হাতে এলে জেলাপ প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হবে।’ তিনি আরো বলেন, ‘শুক্রবার বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় গাছ পড়ে নিহত শিশুর পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট