কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।
মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শিহাব উদ্দিন ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মহালখান বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন। হতাতহরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহত ২ জনের একজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর গুরুতর আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকাল ৪ টার দিকে ধনিয়াকাটা বাজারের অদূরে ‘মদিনা’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন নিহত হন। সংবাদ পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুঘর্টনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ‘দুঘর্টনায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়। দুঘর্টনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।’
পূর্বকোণ/পিআর/পারভেজ