চট্টগ্রাম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কাজীকে অর্থদণ্ড

বাঁশখালী সংবাদদাতা

২ জুলাই, ২০২৩ | ১১:২৩ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার পুইছড়িতে বাল্য বিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাজী মো. আনোয়ারুল কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

 

তিনি বলেন, পুইছড়ি ইউনিয়নের অপ্রাপ্ত বয়স্ক এক মহিলার সাথে এক যুবকের বিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ছেলে ও মেয়ের বাবাকে প্রাপ্ত বয়স্ক হওয়া সাপেক্ষে বিয়ে প্রদান করা হবে বলে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে মুচলেখাও নেয়া হয়।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট