চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বালি উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৬ জুন, ২০২৩ | ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহণ করে গ্রামীণ সড়ক নষ্ট করার অভিযোগে মোহাম্মদ জুবাইর নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বালি মহল জব্দ করা হয়।

 

আজ মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের বরকল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

 

তিনি বলেন, শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে, বড় বড় ট্রাকে করে বালি পরিবহনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে বরকল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং অতিরিক্ত হিসেবে বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু আজ নিলামে বিক্রি করা হয়।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট