চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুলিশ দেখে ২০০ বোতল বিদেশি মদ রেখে পালাল পাচারকারী

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৩ | ২:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে কুমিরায় একটি প্রাইভেটকার থেকে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এসব মদ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

 

তিনি জানান, রাতে টহল ডিউটির সময় কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে থামার সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িটিকে ধাওয়া করা হলে একপর্যায়ে চালক কুমিরার সুলতানা মন্দির জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন মহাসড়কে গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি খুলে তল্লাশি চালিয়ে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কারটির চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় এ মাদক পাচারের সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধার মাদক ও জব্দ করা প্রাইভেটকার বারআউলিয়া হাইওয়ে থানায় আছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট