চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বাঁশখালী সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৩ | ১২:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) বিকেল থেকে উপজেলার দক্ষিণ পুইছড়ি, পেকুয়া সীমান্ত ব্রিজ এলাকার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা মো. নাজিরের ছেলে রমজান মোবারক (২৪), রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে মো.সাহাবুদ্দিন (২৮), টেকনাফের সাফরান ২ নম্বর ওয়ার্ডের কোরাচীপাড়ার দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার (২৭), হাবিব চরা আবুল হোসেনের বাড়ির আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০) ও মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সিরাজ মোল্লার ছেলে সমরাজ মোল্লা (৫২)।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে ৫ মাদক ব্যবসায়ী চকরিয়া সড়ক ব্যবহার করে বাঁশখালী সড়ক পথে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে। ৫ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ ও মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট