চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ডে নথিবিহীন ৫৩ গাড়ির বিরুদ্ধে মামলা, জব্দ ১৭

সীতাকুণ্ড সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ৫৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় বাস, ট্রাক ও লরিসহ ১৭টি গাড়ি জব্দের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত উপজেলাধীন ফৌজদার হাট এলাকায় এ অভিযান চালায় জেলা ট্রাফিক পুলিশ।

 

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট (টিআই) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চালানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে গাড়ির কাগজপত্রে গরমিল ও ফিটনেস না থাকায় ৫৩টি গাড়িকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাগজপত্র ও ফিটনেসবিহীন বিপদজনক ১৭টি গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িগুলো ডাম্পিংয়ের জন্য জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট