চট্টগ্রাম শুক্রবার, ০২ জুন, ২০২৩

সর্বশেষ:

৯ মার্চ, ২০২৩ | ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস দিয়ে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার কুমর ডাঙার মৃত ওসমান মোল্লার ছেলে।

 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় বার আউলিয়ার তাহের শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি বলেন, সকালে শিপইয়ার্ডে গ্যাস দিয়ে জাহাজ কাটার সময় দগ্ধ হন আশরাফ মোল্লা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। শরীরে ১০০ শতাংশ দগ্ধ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট