৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৯ অপরাহ্ণ
বিশ্বজিৎ রাহা, ফটিকছড়ি
ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মাটিখেকোদের মাটি কাটার মহোৎসব চলছেই। রাত-দিন সমানেই জমির টপসয়েল কেটে ডাম্পারে করে নিয়ে যাচ্ছে মাটিখেকোর দল। এসব মাটি বিভিন্ন নিচু স্থান ভরাটকাজে এবং চড়া দামে ব্রিকফিল্ডগুলোতে সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
অন্যান্য ইউনিয়নগুলোতে কমবেশি মাটি কাটা হলেও ভুজপুরে যেন রীতিমত উৎসব চলছে। একাধিক সিন্ডিকেট প্রকাশ্য দিবালোকে এমনকি ভুজপুর থানার মাত্র ২ শ গজ পশ্চিমের এলাকা থেকে পর্যন্ত মাটি কেটে নিয়ে যেতে দেখা যাচ্ছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উক্ত ইউপিতে হারুয়ালছড়ির রাশেদের নেতৃত্বে একটি গ্রুপ, ভুজপুর রাবারড্যাম এলাকার এনাম, গুড়িধন বড়ুয়া, শাহীন ও বদির নেতৃত্বে এক গ্রুপসহ আরো কয়েকটি গ্রুপ স্কেভেটর দিয়ে জমির টপসয়েল কেটে যাচ্ছে।
বিষয়টি উপজেলা পরিষদের গত সাধারণ সভায় উত্থাপিত হলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি তথ্য প্রকাশ করে বলেন, এ পর্যন্ত এসব মাটি ও বালিখাদকদের ধরে প্রায় ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনেককে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অনেকের নামে মামলা রুজু করা হয়েছে। কিন্তু মাটিখেকোদের দৌরাত্ম্য থামছেই না।
পূর্বকোণ/সাফা/পারভেজ