চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

২৬ বছর পর বাঁশখালী উপজেলা আ. লীগের দু’দিনব্যাপী সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ২৬ বৎসর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে আলাদা আলাদাভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের মধ্যে পদ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সরকারি বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলন হওয়ায় এইদিনের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন পরিবর্তন করে স্থগিত রাখা হয়েছে। প্রধান শিক্ষক মনতোষ দাশ পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন।

 

মঙ্গলবার (আজ) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলনের ১ম অধিবেশন। বুধবার (কাল) চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলির জন্য অপেক্ষা করতে হবে। ১৪টি ইউনিয়ন কমিটি ও পৌরসভার কমিটির প্রতিনিধিরা সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

 

দলীয় সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রার্থীরা হলেন বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি. দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, অর্থ সম্পাদক মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহদাত আলম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, দপ্তর সম্পাদক শ্যামল দাশ।

 

বাঁশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আধ্যাপক আবদুল গফুর জানান, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। দলীয় নেতা কর্মীরা যোগ্যব্যক্তি বাছাই করে নিবেন। আমরা শান্তিপূর্ণভাবে সম্মেলন চাই। এখানে কোন বিশৃঙ্খলার সুযোগ নেই। এই সম্মেলনের মাধ্যমে দলীয় কোন্দল নিরসন হবে।

 

সভাপতি পদ প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামী লীগের মোসলেহ উদ্দিন মনছুর বলেন, সম্মেলনে দক্ষ ও যোগ্য ব্যক্তিকে তৃণমূল নেতাকর্মীরা নির্বাচিত করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কমিটিতে যোগ্য ব্যক্তিত্ব আসুক। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এডভোকেট আ.ন.ম. শাহদাত আলম বলেন, তৃণমূল নেতারা মূলধারার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িতদের মূল্যায়ন করবেন।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট