চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদ্রাসার অর্ধকোটি টাকার সম্পত্তি দখল, উদ্ধার করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২২ | ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাড়ে ৩ শতক মূল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক অর্ধকোটি টাকা।

বুধবার (১৬ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করেন জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান।

 

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান জানান, স্থানীয় প্রতাপশালী কিছু লোক অবৈধভাবে মাদ্রাসার সাড়ে ৩ শতক জমির উপর দালান নির্মাণ করে দোকান বরাদ্দ দিয়ে ভাড়া আদায় করে আসছে। যদিও উচ্ছেদ অভিযান পরিচালনাকালীন দখলদারদের কাওকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জেলা প্রশাসন থেকে বার বার নোটিশ করার পরও দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজকের এই অভিযান। এতে সরকারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় সম্পন্ন হয়।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট