চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কমতে পারে রাতের তাপমাত্রা

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ | ৫:১৭ অপরাহ্ণ

চলছে হেমন্তকাল। তাই ধীরে ধীরে তাপমাত্রা  কমতে থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে গত কয়েকদিন ধরে বেশকিছু অঞ্চলে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই তাপমাত্রায় গরম অনুভূত হয়। তবে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দেশের অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুইদিনে হালকা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তার পরবর্তী পাঁচদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৮৫ শতাংশ হলেও বিকালে তা কমে ৮১ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ২৩ মিনিট।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট