দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার থেকে তাপদাহ কমে আসায় আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকির বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদ মাধ্যমকে বলেন, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহ কমে আসতে পারে। আগামীকাল আরও কিছু এলাকায় তা প্রশমিত হবে। খুলনার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ বজায় থাকতে পারে।’
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ খুলনা বিভাগের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
তিনি বলেন, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তিনি জানান, মূলত সিলেট, ময়মনসিংহ ও ঢাকার পূর্বাঞ্চল হয়ে ফেনী, খাগড়াছড়ি বান্দরবান পর্যন্ত বেল্ট ধরে বৃষ্টি বেশি হবে। আগামীকাল কিংবা পরশু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের বিষয়ে সতর্কতা জারি করে জনসাধারণকে ঘরের ভেতরে অবস্থান, জানালা ও দরজা বন্ধ রাখা, গাছের নিচে না দাঁড়ানো, বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখা এবং জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়ার এবং মেঝেতে না শোয়ার কথাও বলা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ