চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

সুপার সিরিজ চুড়ান্ত নয় : সৌরভ

২৫ ডিসেম্বর, ২০১৯ | ৬:৪৩ পূর্বাহ্ণ

দুই দিন আগেই আইসিসির সিদ্ধান্ত উপেক্ষা করে চার জাতির সুপার সিরিজ আয়োজনের হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু দুই দিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন গাঙ্গুলি। বললেন সুপার সিরিজ আয়োজনের বিষয়টি এখনও নাকি প্রস্তাবের পর্যায় রয়েছে। আইসিসিকে প্রতি বছর চার জাতির একটি সুপার সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। চার জাতির ভেতর তিন জাতিই হলো ক্রিকেটের বিগ থ্রি খ্যাত তিন মোড়ল, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। চতুর্থ দেশটি নির্ধারণ করা হত লভ্যতার ভিত্তিতে।

কিন্তু আইসিসি সেই প্রস্তাব একেবারেই নাকচ করে দেয়। তবে আইসিসির সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাঙ্গুলি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আগামি ২০২১ সালেই হবে চার জাতির সেই সিরিজ যেখানে ভারতের সাথে থাকবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ৪র্থ দেশ হিসেবে প্রথম সারির একটি দেশকে তাঁরা আমন্ত্রণ জানাবে। কিন্তু দুই দিন পেরুতে না পেরুতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট