চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহীন গল্ফ ক্লাব বিজয় দিবস টুর্নামেন্ট সম্পন্ন

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার (এসজিসিসিপি) তৃতীয় গোল্ডেন ইস্পাত ভিক্টোরি ডে গলফ টুর্নামেন্ট ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ১৮ জন নারী, ১৯ জন জুনিয়রসহ মোট ১৮৬ জন গলফার অংশগ্রহণ করেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ক্লাব রেস্টুরেন্টে জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ক্লাবের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিমান বাহিনী জহুরুল হক ঘাটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত লিমিটেডের পরিচালক শহিদুল আলম। বিজয়ীরা হলেন উইনার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল কবির, রানার আপ জাহিন আহমেদ। বেস্ট গ্রস -ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান, ২য় রানারআপ মাহির মুনতাসির, ২য় বেস্ট গ্রস- রাকিবুর রহমান টুটুল, বেস্ট ব্যাক নাইন- মো. ফরহাদ হোসেন, বেস্ট ফ্রন্ট নাইন- গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর মোহাম্মদ হাসান, ম্যক্সিমাম পার এইচ এম শোয়েব, লংগেস্ট ড্রাইভ- মাবরুর মোহাম্মদ মাফি, নেয়ারেস্ট টু দ্যা পিন-উইং কমান্ডার রাশেদ আহমেদ সিদ্দীকি, কনভেনশনাল অন উইথ নেয়ারেস্ট টু দ্যা পিন লিয়াকত আলী চৌধুরী। এছাড়াও ৯ হোল ক্যাটাগরিতে ইউনার উইং কমান্ডার এ এইচ এম মোস্তাফা মোর্শেদ (অব), রানার আপ ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার, লেডিস উইনার সুরাইয়া আক্তার, রানারআপ কামরুন নেসা এহসান, লেডিস বেস্ট গ্রস জেসমিন আক্তার, জুনিয়র উইনার মাস্টার মাহরুস উদ্দিন ও রানারআপ মাস্টার তাসনিম কারার। স্কোয়াডন লিডার ওয়াসেক উল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের নির্বাহী সচিব উইং কমান্ডার মান্নাফীসহ ঊর্ধ্বতন সেনা, নৌ, বিমানবাহিনীর কর্মকর্তা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও তাদের পরিববারের সদস্যরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট