চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মৃত্যুর কাজল

১৪ এপ্রিল, ২০২২ | ১১:৪৩ পূর্বাহ্ণ

শেখর দেব

(বড় মা নিবেদিতা সিকদার’র প্রয়াণে)

 

কোন কোন আলো মনে হতে পারে খুব অন্ধকার
জীবন ঘনিয়ে এলে কে খোঁজে আপন কে যে কার
মৃত্যুর মমতা বুঝে কে থাকে নীরব অপেক্ষায়
তবুও ছোঁ মেরে প্রাণ কোথায় কে জানি উড়ে যায়!
পৃথিবীর কাছ থেকে নেয়া সব চেয়ে বসে মাটি
মিছে সব মায়া মোহ প্রাণময় দেহটাই খাঁটি
বাতাসে বাতাসে ভাসে আর হাসে কর্মের কাজল
আকাশে আকাশে ঘুরে বুদবুদ, শিশিরের জল!

 

শূন্যতার অর্থ হলো অজস্র কণার উপস্থিতি
মহাকাশের রহস্যে কালে-অকালে মৃত্যুর তিথি
মহাজাগতিক ধুলো যেভাবে হারায় অতিদূরে
নিমেষে জীবন যেন ঘুরে আসে আলো-অন্ধকারে
যে পথে হেঁটে গেছো সে পথ মনে হবে পর
জীবন সত্য যেমন আরো সত্য নীরব কবর!

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট