চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়াবাড়ির একটা সীমা আছে: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেছেন, ‘বাড়াবাড়ির একটা সীমা আছে। এমন পরিস্থিতি আমরা আগে কখনও দেখিনি। আপনারা যে আচরণ করেছেন, এমন আচরণ নজিরবিহীন।’

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিল ও জামিনবিষয়ক শুনানির দিন ধার্যের আদেশ দেওয়ার পরও আদালতকক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান-হইচইয়ের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তখন আইনজীবী জয়নুল আবেদীন প্রধান বিচারপতিকে বলেন, ‘আমরা এখনও বসে আছি। পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার (৮ ডিসেম্বর) দিন নির্ধারণ করুন।’

জবাবে আদালত বলেন, ‘অর্ডার পাস হয়ে গেছে। এখানে বসে আদালতের পরিবেশ নষ্ট করবেন না।’

জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী গতকাল (বুধবার) কী বলেছেন, তা আপনারা দেখুন।’ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘কে কী বলেছেন, আমরা তা দেখবো না। আমরা কাগজ না দেখে বিচার করবো না।’

এ পর্যায়ে খালেদা জিয়ার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘শেষ একটি কথা বলতে চাই।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর কোনও কথা শুনবো না।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, ‘হাতজোড় করে বলছি, আগামী রবিবার দিন নির্ধারণের সিদ্ধান্ত নিন।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সবাই (ছয় বিচারপতি) মিলে সিদ্ধান্ত নিয়েছি, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শুনবো।’

এরপরও বিএনপি সমর্থিত আইনজীবীরা এজলাসে নিজেদের অবস্থান অব্যাহত রাখেন।

তবে প্রধান বিচারপতির নির্দেশে কার্য তালিকায় থাকা অন্য মামলার শুনানি শুরু হয়। শুনানির বিভিন্ন পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন। ফলে আর কোনও মামলার শুনানি করতে না পেরে বিচারপতিরা নির্ধারিত সময় পর (১টা ১৫ মিনিটে) এজলাস কক্ষ ত্যাগ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট