চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক এমপি ফজলে করিম

ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক এমপি ফজলে করিম

অনলাইন ডেস্ক

৭ জুলাই, ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

জুলাই-আগস্ট আন্দোলনে ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

সোমবার (৭ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এদিন এ মামলায় শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম।

 

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত। একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়।

 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ওইদিন ফজলেকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

 

এদিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় পলাতক দুই আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট