সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করার সময় পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করলে শাহবাগ ছেড়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এসময় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, ‘আমরা পিএসসির সংস্কার চাই। অনেক দিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি। আজ আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
পূর্বকোণ/আরআর/পারভেজ