নির্বাচিত সংসদ ছাড়া সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনপদ্ধতির মতো পরিবর্তন কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনপদ্ধতির মতো বড় পরিবর্তন জনগণের মতামত নিয়ে সংসদের মাধ্যমে পাস করতে হবে। সংসদ ছাড়া এই পরিবর্তন কেউ করতে পারবে না।
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির (জেপি) নেতাদের সঙ্গে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন প্রেসিডেনশিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দলের ঐকমত্য হয়ে, সংসদে সেটা পাস করতে হয়েছে। এটা কোনো দলের ইচ্ছা থাকলে তাদের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই বলছি, জনগণের কাছ থেকে তারা যেন সেই ম্যান্ডেট নিয়ে সংসদে আসে।’
আমীর খসরু বলেন, যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে সেটা সংসদে নিয়ে, সংসদের মাধ্যমে পাস করতে হবে। এই পর্যায়ে এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না। বৈঠকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আবদুল মতিন সউদসহ দলের আটজন নেতা অংশ নেন। আমীর খসরুর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা।
পূর্বকোণ/আরআর/পারভেজ