চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কাল থেকে আমদানি-রপ্তানি সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক: এনবিআর
ফাইল ছবি

কমপ্লিট শাটডাউন থেকে সরে এল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

অনলাইন ডেস্ক

২৯ জুন, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারে দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

 

রবিবার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানান, কিছু বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার যে কমিটি করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হল।

 

এর আগে, ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট