চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হজে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরাফায় ও মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকা কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মনিয়া ও নোয়াখালী জেলার সোনাইমুড়ীর মো. মজিব উল্যা।

 

রবিবার (৮ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৯ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৭ এবং আরাফায় একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন মহিলা। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ৪০ জন বাংলাদেশি হাজি। হজ শেষে প্রধান ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

 

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট