চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ফাইল ছবি

হাসপাতালে খালেদা জিয়া, ভর্তির সিদ্ধান্ত রাতে

অনলাইন ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে তাকে বহন করা গাড়িবহর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছায়।

তবে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন না কি রাতে বাসায় ফিরে আসবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম তো মাত্র হাসপাতালে এলেন। এখন তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তিনি হাসপাতালে ভর্তি হবেন না কি বাসায় ফিরে যাবেন সেই সিদ্ধান্ত হবে রাতে।এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর।প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সেই অনুযায়ী ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হলো।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট