চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন: ৮ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

অনলাইন ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৮ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

 

তারা হলেন, সালাউদ্দিন (৩৮), মোহাম্মদ মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন (৩২), রানা (৩০), কামাল হোসেন (৫০), জীবন (২১) ও খায়ের গাজী (৪৪)। তবে তাদের শরীরের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি। রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট