চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

যৌথভাবে ঢাবির আইএসআরটি গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২৩ পেলেন দুই শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইএসআরটি গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২৩ পেলেন যৌথভাবে দুই শিক্ষার্থী। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে  বি এস অনার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত মো. মুহিতুল আলম এবং মো. আব্দুল্লাহ আল ফাহিমকে এই এওয়ার্ড প্রদান করা হয়। ৩.৯৯ সিজিপিএ নিয়ে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন তারা । 

 

অনুষ্ঠানে আই এস আর টির পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. আব্দুস ছামাদ। স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান।

 

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী-শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য এপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সাইন্স বিষয়ে উচ্চ শিক্ষা ও গবেষণার গুরুত্ব নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট