ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২৯ জুলাই) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।
সকালের দিকে হাতে গোনা কয়েকজন থাকলেও বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। এরপর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেন।
নেতাকর্মীরা জানান, মোড়েই দুপুরের পরে সমাবেশ করবেন তারা।
পূর্বকোণ/মাহমুদ