চট্টগ্রাম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কমেছে পাসের হার ও জিপিএ-৫, মাদ্রাসা বোর্ডেও এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ | ৩:০২ অপরাহ্ণ

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মাঝে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বনিম্ন ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত বছরের তুলনায় এ বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ দুটোই।

 

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৮৫ হাজার ৮৭ পরীক্ষার্থী অংশ নেন। এর মাঝে ছাত্র এক লাখ ৩৯ হাজার ৬৫৫ ও ছাত্রী এক লাখ ৪৫ হাজার ৪৩২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ১২ হাজার ৯৬৪ জন।

 

পাসের দিক থেকে মাদ্রাসা বোর্ডেও এগিয়ে আছে মেয়েরাই। এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২ শতাংশ।

 

মাদ্রাসা বোর্ডে গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। পাসের হার গত বছর ৮২ দশমিক ২২ শতাংশ হলেও এ বছর পাস করেছে ৭৪ দশমিক ৭০ শতাংশ। এছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৪৫৭ জন। অর্ধেকেরও বেশি কমে গিয়ে এ বছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছয় হাজার ২১৩ জন।

 

প্রসঙ্গত, শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট